ফোকাসিং
আপনি যদি নিয়মিত ফটো তুলে থাকেন তবে একটা জিনিস লক্ষ্য করবেন। ধরুন আপনি কোন একটা জিনিসের ছবি তুলতে গেলেন। হোক সেটা একটা পাখি। যদিও আপনার মনোযোগ পাখির উপর কিন্তু ছবি তুলার পর দেখা গেল পাখির চেয়ে গাছের কয়েকটি পাতা বেশ ভাল দেখাচ্ছে। পাখিটাকে একটু ঝাপসা ঝাপসা লাগছে। হ্যাঁ এটাই ফোকাসিং। আপনি হয়তো ফোকাস করতে চেয়েছেন পাখিটাকে কিন্তু ক্যামেরা ফোকাস করে বসেছে কয়েকটি পাতাকে।

ডি.এস.এল.আর ব্যবহারকারীকে অবশ্য সেই সমস্যায় পড়তে হয়না। কেননা ডি.এস.এল.আর এ অটো এবং ম্যানুয়াল দুই ধরনের ফোকাসিং এর ব্যবস্থা থাকে। আপনি সাটার রিলিজ বাটন (যেটাতে চাপ দিয়ে আমরা ছবি তুলি) সেটা দিয়ে অটো অথবা ল্যান্সে থাকা ফোকাসিং রিং ঘুরিয়ে (ম্যানুয়াল মোডে) কোন কিছু ফোকাসিং করতে পারবেন। আরেকটা জিনিস জেনে রাখা ভাল ভিউ ফাইন্ডারের যে ছোট ছোট ঘর দেখা যায় ওইগুলোকে কিন্তু ফোকাসিং পয়েন্ট বলে।


Aperture Value/Av/A
অ্যাপারচার নামটা কোথায় জানি শুনেছেন। ও হ্যাঁ দ্বিতীয় পর্বে আমরা পড়েছিলাম সাইমুমের সেই ২৫ ওয়াট আর ১০০ ওয়াটের বাতির কথা। যেখানে ২৫ ওয়াট বাল্ব জ্বালালে কম আলো আসে আর ১০০ ওয়াট বাল্ব জ্বালালে বেশি আলো জ্বলতো। অ্যাপারচার ছোট বড় করে ক্যামেরার ল্যান্সে কম বেশি আলো ঢুকানো হত। ক্যামেরার মোড Av টা আসলে Aperture Value (কোন কোন ক্যামেরার নবে Av এর বদলে শুধু A লেখা পাবেন।) অর্থাৎ এই মোডে আপনি শুধু অ্যাপাচারের মান কম বেশি করতে পারবেন। চাইলেও সাটারের সময় নির্ধারণ করে দিতে পারবেননা। জেনে রাখা ভাল এটা কিন্তু প্রফেশনাল ফটোগ্রাফারদের খুব প্রিয় একটা মোড।






নবীনতর পূর্বতন