আজ আমি দেখাবো একটা প্রোটেবল সফটওয়্যার এর নাম যার মাধ্যমে আপনি আপনার বা অন্য  কম্পিউটারে অবস্থিত সমস্ত ব্রাউজারে সেভ হয়ে থাকা ইউজার নেম ও পাসওয়ার্ড পেয়ে যাবেন। সেই সাথে এইচটিএমএল এর একটি ফাইলে এক্সপোর্ট করতে পারবেন। এর ফলে আপনি ভবিষ্যতে যেকোন সময় যেকোন স্থানে সেই ফাইলটি ওপেন করে আপনার সেভ হয়ে থাকা সমস্ত ইউজারনেম ও পাসওয়ার্ড দেখতে পারবেন।

এই সফটওয়্যারটি পেনড্রাইভে করে অন্যের কম্পিউটারে সেভ হয়ে থাকা সমস্ত পাসওয়ার্ড বের করতে পারবেন। এই টিউটোরিয়াল টি শিক্ষা জন্য

তাহলে চলুন শুরু করা যাক।

প্রথমে আপনি সফটওয়্যারটি ডাউনলোড করুন নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে।


সফটওয়্যারটি ডাউনলোড করলে ফোল্ডারটি ওপেন করুন এবং webbrowserpassview.exe ফাইলটি চালু করুন।


ফাইলটি চালু করার পর আপনি নিচের চিত্রের মত করে সমস্ত পাসওয়ার্ড এবং ইউজারনেম দেখতে পাবেন। আপনার কম্পিউটারে যত ব্রাউজার-ই থাকুক না কেন। সব দেখতে পাবেন। আমার ব্যক্তিগত নিরাপত্তার কারণে আমি আমার ইউজারনেম ও পাসওয়ার্ড অস্পষ্ট করে দিয়েছি।

বি.দ্র: অন্য কারো ক্ষতি করার উদ্দেশ্যে কেউ এই সফটওয়্যারটি ব্যবহার করবেন না। যদি কেউ এমন করে তবে সেক্ষেত্রে আমি দায়ী নই। 
নবীনতর পূর্বতন