স্মার্টফোনের চাহিদা বেশ কয়েক বছর ধরেই তুঙ্গে ৷ জিওর দৌলতে দেশে এখন চলছে ‘ডেটাগিরি’ ৷ ভাল স্মার্টফোন যার জন্য অত্যন্ত প্রয়োজন ৷ ডেটা সস্তা হওয়ায় এখন ভিডিও দেখাও অত্যন্ত সহজ ৷ নেটফ্লিক্স, হটস্টার, অ্যামাজন প্রাইমের মতো অ্যাপগুলির চাহিদাও তাই এখন তুঙ্গে ৷ কিন্তু এই সবের জন্যই প্রয়োজন ভাল একটা স্মার্টফোন ৷ ভাল স্মার্টফোন অর্থাৎ যে স্মার্টফোনে আপনার চাহিদা অনুযায়ী সবকিছুই আছে ৷
এখন একটা স্মার্টফোনে কী কী ফিচার্স থাকলে ভাল ৷ সেটা সম্পূ্র্ণই আপনার পছন্দের উপর নির্ভর করবে ৷ তবে বর্তমানে প্রতিযোগিতার বাজারে প্রত্যেক মোবাইল নির্মাতা সংস্থাগুলিই প্রচুর ফিচার্স দিয়ে থাকে ৷
ভারতের স্মার্টফোনের বাজারে চিনের মোবাইল সংস্থাগুলির রমরমা তুঙ্গে ৷ শুধুমাত্র সস্তায় দুর্দান্ত ফিচার্সযুক্ত একের পর এক স্মার্টফোন বাজারে এনেই চমকে দিয়েছে তারা ৷ পিছিয়ে নেই স্যামসাং-ও ৷ দেশের একটা বড় সংখ্যায় মানুষ স্যামসাংয়ের উপর অনেক বছর ধরেই ভরসা রেখে আসছেন ৷ প্রতিযোগিতার বাজারে এবার একটা বা দু’টো নয় ৷ একসঙ্গে চার-চারটে স্মার্টফোন বাজারে আনল স্যামসাং ৷ গ্যালাক্সি এ৬ (Galaxy A6), গ্যালাক্সি এ৬ প্লাস (Galaxy A6+), গ্যালাক্সি জে৬ (Galaxy J6) এবং গ্যালাক্সি জে৮ (Galaxy J8)। ভাল সেলফি ক্যামেরা থেকে শুরু করে বেশি RAM এবং স্টোরেজ সবই রয়েছে এই ফোনগুলিতে ৷ সঙ্গে রয়েছে ইনফিনিটি ডিসপ্লে এবং চ্যাট ওভার ভিডিও ৷ অর্থাৎ ভিডিও দেখার সময় কোনও মেসেজ, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে চ্যাটও অনায়াসে করতে পারবেন ভিডিও বন্ধ না করেই ৷
এই ফোনগুলিতে কী কী ফিচার্স আছে ? দামই বা কত ? দেখে নিন নীচে ৷