খুব সহজেই লিখুন বাংলা ভাষা সব জাইগাতে 

 

এখন Avro Keyboard এর 5.0.8 Public Beta 4 ভার্শন Omicron Lab এ পাওয়া যাচ্ছে।
ANSI mode: এখন এ ভার্শন দিয়ে আপনি ANSI mode  এ টাইপ করতে পারবেন। তবে ANSI থেকে আবার Unicode এ কনভার্ট করতে পারবেন না। এবং অনেক সাইটে সাফোর্ট করবে না।
Avro Spell Checker add-in:Avro Keyboard এর 5.0.8 Public Beta 4 ভার্শন Install করলে Microsoft Word এ দেখবেন নতুন একটি add-in যুক্ত হয়েছে।

এর মধ্যে রয়েছে Avro Spell Checker এ টি দিয়ে আপনার লেখার বানান ও ব্যাকরন ভুল গুলো দেখে ঠিক করে নিতে পারবেন। আর এটি ব্যবহার করার জন্য ডিফল্ট ভাবে F7 key Assign করা থাকে। F7 key চাপ দিলে ই নতুন একটি উইন্ডো আসবে। এখানে যে সকল বানান ভুল থাকবে আপনি তা কারেক্ট করার জন্য Change এ ক্লিক করলেই হবে।
Avro pad: Keyboard এর 5.0.8 Public Beta 4 ভার্শন এর সাথে Avro Spell Checker নামে একটি Text Pad ইন্সটল হবে
এর মধ্যে আপনি বাংলা লিখতে পারবেন এবং এ টি দিয়ে ও আপনার লেখার বানান ও ব্যাকরন ভুল গুলো দেখে ঠিক করে নিতে পারবেন।
Unicode to Bijoy Tool: আর আপনার Avro Keyboard এর ইন্সটল ফোল্ডারে ডিফল্ট ভাবে C:\Program Files\Avro Keyboardফোল্ডারের ভিতরে Unicode to Bijoy নামে নতুন একটি Tool পাবেন।
এর সাহায্যে Avro Keyboard দিয়ে লিখা গুলো Bijoy তে কনভার্ট করতে পারবেন
Font Fixer:
Font Fixer দ্বারা আপনার ফন্ট এর সমস্যা গুলো ঠিক করতে পারবেন।

Skin Designer ও Layout Editor: এ ফোল্ডারের মধ্যে আরো আছে Skin Designer ও Layout Editor নামে আরো দুটি Tool
Skin Designer Tool দিয়ে আপনার Avro Keyboard এর জন্য নতুন Skin তৈরি করতে পারবেন। এ Skin নিজে ও ব্যবহার করতে পারবেন অন্য সবার জন্য ইন্টারনেটে ও প্রকাশ করতে পারবেন।
Layout Editor দ্বারা আপনার জন্য নতুন key board Layout তৈরি করে নিতে পারবেন। যদিও এসব সুবিদা আগের ভার্শনে ও ছিলো।
Avro Keyboard বাংলা লিখতে সমস্যা?  আপনার সমস্যা গুলো সমাধান করার জন্য রয়েছে কয়েকটি PDF Book. এগুলো একই ফোল্ডারে অর্থাত  C:\Program Files\Avro। পাবেন। এ ফোল্ডারটি নির্ভর করে আপনার উপর। আপনি যেখানে Avro Keyboard ইন্সটল করবেন সেখানেই পাবেন। ডিপল্ট হিসেবে সাধারনত এ ফোল্ডারটি ই থাকে। এখানে কিকি বই পাবেন তার একটি তালিকাঃ
1.     Faq – এ বইটি তে কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়া আছে।
2.     Bangla Typing with Avro Mouse- এ বইটি তে কিভাবে মাউস দ্বারা বাংলা টাইপ করবেন  তার বিস্তারিত দেওয়া আছে।
3.     Bangla Typing with Avro Phonetic- ইংরেজি থেকে কিভাবে বাংলা লিখবেন তার বিস্তারিত দেওয়া আছে।
4.     Bangla Typing with Fixed Keyboard Layouts- পুরাতন Keyboard Layouts দ্বারা কিভাবে লিখবেন তার বর্ননা দেওয়া আছে।
5. Customizing Avro Keyboard- খুবি দরকারি একটি বই। এর সাহায্যে কিবাবে Avro Keyboard এর সেটিংস পরিবর্তন করবেন তা দেওয়া আছে।
6.     Editing Keyboard Layout- কিভাবে নতুন  Keyboard Layout তৈরি করবেন তা দেওয়া আছে।
7.     How to- Bangla File Folder Name- নাম শুনেই বুঝেছেন এটার মধ্যে কি আছে।
8. Overview- এ খানে Avro Keyboard এর বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
বই গুলো ছোট ছোট এবং খুবি ধরকারি। এগুলো পড়লে আপনার বাংলা টাইপিং এর আর কোন সমস্যা থাকার কথা না।
আর আমি বলছি সকল সমস্যার সমাধান দেব,আসলে দেব না বই গুলো দেবে। আর তার পর ও কোন সমস্যা হলে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব। না পারলে অন্য টিটি ভাইয়ারা  উত্তর দিবে।
Skin সেট করা: এবার আসি কিভাবে নতুন Skin সেট করবেন। নতুন Skin ডাউলোড করতে এ লিঙ্ক এ যান। ডাউলোড কৃত Skin গুলো C:\Program Files\Avro Keyboard\Skin ফোল্ডারে পেস্ট করুন।
এবার আপনার Avro Keyboard এর Option এ যান। বাম পাশ থেকে Interface এ ক্লিক করুন।
select skin থেকে আপনার পছন্দের স্কিন সিলেক্ট করুন। Ok করুন। এবার দেখুন নতুন Skin.
Keyboard Layout সেট করা: এবার দেখুন কিভাবে নতুন Keyboard Layout সেট করতে হবে। যদি নতুন কোন Keyboard Layout  না থাকে তাহলে এ লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন। তারপর যদি আপনার অভ্র কিবোর্ড এর আইকন সিস্টেম ট্রেতে থাকে তাহলে অভ্র কিবোর্ড এর আইকন এর উপর রাইট ক্লিক করে
Select Keyboard Layout  থেকে Keyboard Layout  change  করতে পারবেন।
প্রয়জনীয় ফন্টঃ এ লিঙ্ক থেকে প্রজনীয় সকল ফন্ট ডাউনলোড করতে পারবেন।

 Avro Keyboard Portable Edition 4.5.3 এর জন্য এ লিঙ্ক এ যান।


Bengali Ebook Download 



 

 

 

নবীনতর পূর্বতন