Google Pay Train Ticket Booking: গুগল পে এর সৌজন্যে ট্রেনের টিকিটে বাড়তি সুবিধা
ভারতীয় রেল টিকিটের চাহিদা বৃন্ধিকে হাতিয়ার করে মঙ্গল বার পে তাদের ডিগিট্যাল ওয়ালেটে যুক্ত করল আইআরসিটিসির টিকিট বুকিং এর নয়া ফিচার । ২০১৫ সালে শুরু হওয়া গুগল পে ভারতীয় ডিজিট্যাল ওয়ালেট মার্কেটে বিশেষ জায়গা নিয়ে পারেনি । এই নয়া সংযোজন যে ডিজিট্যাল ওয়ালেট ব্যাবহারকারীদের আকৃষ্ট করবে এব্যাপারে নিশ্চিত গুগল ইন্ডিয়া।তারা তাদের ঘোষণাতে ভারত যে ভাবে ডিজিট্যাল লেনদেনের দিকে এগোচ্ছে সেই কথা মাথায় রেখেই আইআরসিটিসির সাথে একজোট হয়ে রেলটিকিট বুকিং ও ক্যানসেলের এই পদক্ষেপ নিইয়েছে গুগুল পে
নতুন এই ফিচারটি সম্পর্কে বলতে গিয়ে প্রোডাক্ট ম্যানেজ অম্বরীশ কেঙের বলেন "গুগল পে অ্যাপ ব্যাবহারকারীদের কাছে থেকে আমার ইতিমধ্যেই প্রভৃত পরিমাণ ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি ক্যাব ও বাস টিকিট বুকিং এর ক্ষেত্রে । এতদিন উবের, যাত্রা ,রেডবাস,গো আইবিবোর অনলাইন বুকিং এর সাইটে ছিল গুগল পে এর অপশান এবার থেকে আইআরসিটিসিতেও মিলবে আই সুবিধা
শুধুমাত্র মেট্রোসিটিতেই নয় ভারতের প্রতিটি প্রন্তে গুগল পে অ্যাপ ব্যাবহারকারীরা এই সুযোগ পাবে এই অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং এর পাশাপাশি আসন সংখ্যা ও তার লভ্যটা ভ্রমণের সময় যাত্রার সময়কাল এমনকি দুটি স্টেশনের মধ্যবতী সময় কতটা তাও জানা যাবে গুগল পে এর মাধ্যমে টিকিট বুক করতে হলে , অ্যাপটি খুলে আসতে হবে বিজনেস সেকশনে সেখানে "ট্রেনস " অপশন এ ক্লিক করলেই মিলবে এর সুবিধা
নতুন এই ফিচারটি সম্পর্কে বলতে গিয়ে প্রোডাক্ট ম্যানেজ অম্বরীশ কেঙের বলেন "গুগল পে অ্যাপ ব্যাবহারকারীদের কাছে থেকে আমার ইতিমধ্যেই প্রভৃত পরিমাণ ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি ক্যাব ও বাস টিকিট বুকিং এর ক্ষেত্রে । এতদিন উবের, যাত্রা ,রেডবাস,গো আইবিবোর অনলাইন বুকিং এর সাইটে ছিল গুগল পে এর অপশান এবার থেকে আইআরসিটিসিতেও মিলবে আই সুবিধা
শুধুমাত্র মেট্রোসিটিতেই নয় ভারতের প্রতিটি প্রন্তে গুগল পে অ্যাপ ব্যাবহারকারীরা এই সুযোগ পাবে এই অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং এর পাশাপাশি আসন সংখ্যা ও তার লভ্যটা ভ্রমণের সময় যাত্রার সময়কাল এমনকি দুটি স্টেশনের মধ্যবতী সময় কতটা তাও জানা যাবে গুগল পে এর মাধ্যমে টিকিট বুক করতে হলে , অ্যাপটি খুলে আসতে হবে বিজনেস সেকশনে সেখানে "ট্রেনস " অপশন এ ক্লিক করলেই মিলবে এর সুবিধা