Raspberry Pi 3

এটি হচ্ছে অনেকটা কম্পিউটারের মাদারবোর্ড এর মিনি ভার্সন (জাস্ট কিডিং ব্রো  :twisted:), সাধারন ভাবে দেখতে গেলে এটি একটি সাধারন সার্কিট বোর্ড। এই বোর্ড এর সাথেই অন্যান্য ইনপুট এবং আউটপুট যন্ত্র সংযোগ করতে হয় এই যেমন মনিটর, কীবোর্ড, মাউস, মেমরী কার্ড ইত্যাদি।  এর সাইজ অনেকটা ভিজিটিং বা ক্রেডিট কার্ড এর মতই। আর দামও খুব বেশি না। শুধূ র‌্যাস্পবেরী মাদারবোর্ডটা ইন্ডিয়ান টাকায় ৩০০০ থেকে ৩৫০০  টাকার মতন হবে।
এটা দিয়ে আমার খুব কিম দামে কম্পিউটার বানাতে পরি এবং এটি মত সব কাজ করতে পারি , একে হ্যাকিং মেসিন বানাতে পারি, একে আমারদের হোম সারভার বানাতে পরি ,একে আমারা ভাচুয়াল আসিসটেন্ড বানাতে পারি  



Raspberry Pi 3 - সোর্স : জনতা ব্লগ
Raspberry Pi 3 

এটি দেখতে শুধুমাত্র েএকটা সার্কিট-বোর্ড কিন্তু কাজের দিক থেকে এটি কিন্তু একটা কম্পিউটার থেকে কোন অংশে কম না। একটা কম্পিউটারে আপনি যে যে কাজ করতে পারেন ঠিক সেই কাজ গুলোই আপনি Raspberry Pi 3 তে করতে পারবেন।

Raspberry Pi 3 স্পেসিফিকেশন :
আসুন জেনে নিই Raspberry Pi 3 তে আমরা কি কি পাচ্ছি!
SoC: Broadcom BCM2837
CPU: 4× ARM Cortex-A53, 1.2GHz
GPU: Broadcom VideoCore IV
RAM: 1GB LPDDR2 (900 MHz)
Networking: 10/100 Ethernet, 2.4GHz 802.11n wireless
Bluetooth: Bluetooth 4.1 Classic, Bluetooth Low Energy
Storage: microSD
GPIO: 40-pin header, populated Ports: HDMI, 3.5mm analogue audio-video jack, 4× USB 2.0, Ethernet, Camera Serial Interface (CSI), Display Serial Interface (DSI)



Raspberry Pi 3 - সোর্স : জনতা ব্লগ
Raspberry Pi 3

অর্থাৎ সহজ ভাষায় যদি বলি তাহলে Raspberry Pi 3 তে আমরা পাচ্ছি  ১.২ গিগা হার্টজ এর কুয়ার্ড কোর প্রসেসর  এবং ১জিবি র‌্যাম। ইন্টারনেট ব্যবহার করার জন্য থাকছে বিল্ডইন  ওয়াই-ফাই এবং ইথারনেট পোর্ট যা দিয়ে আপনি সরাসরি ব্রডব্যান্ড এর ক্যাবল লাগিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, আবার চাইলে ওয়াই-ফাই ও ব্যবহার করতে পারবেন.

Buy Link



নবীনতর পূর্বতন