ফোন নম্বর ছাড়াই কিভাবে ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপ!

সারাবিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ। নিত্যনতুন ফিচার ও সরল ইন্টারফেসের জন্য ফেসবুক মালিকানাধীন এই অ্যাপটি দ্রুতই ব্যবহারকারীদের মন কেড়েছে। কেবল একটি সক্রিয় ফোন নম্বর থাকলেই আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনার কি কখনও মনে হয়েছে, ফোন নম্বর বা সিম ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করার কথা ? অবাস্তব মনে হলেও এটাই সত্যি যে, আপনি ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন। আসুন জেনে নিই কিভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন মোবাইল নাম্বার ও সিম কার্ড ছাড়া।

করণীয় :


  •     যদি আপনার ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল না থাকে তবে অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিন।
  •     যদি আগে থেকেই ইনস্টল থাকে তাহলে চেক করুন আপনার নম্বর ভেরিফায়েড কিনা।
  •     ভেরিফায়েড থাকলে অ্যাপকে আনইনস্টল করে আবার রিইনস্টল করুন।

ফোন নম্বর ছাড়াই যেভাবে ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপ :


১ . উপরের নির্দেশ পালন করার পর এবার আপনার ফোনে TextNow অ্যাপ ডাউনলোড করুন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে এবং আইওএস ব্যবহারকারীরা অ্যাপ স্টোরে টেক্সটনাউ অ্যাপটি পেয়ে যাবেন।

২ . এবার অ্যাপটি খুলুন এবং ফোন নম্বরটি লিখে রাখুন। যদি ফোন নম্বর না দেখতে পান তবে অ্যাপের বাম পাশে ৩ লাইন আইকনে ক্লিক করলে নম্বর দেখতে পাবেন।

৩ . এরপর হোয়াটসঅ্যাপ খুলুন এবং টেক্সটনাউ এর ফোন নম্বর এন্টার করে ভেরিফাই করুন।

৪ . এবার ৫ মিনিট অপেক্ষা করুন ‘এসএমএস ভেরিফিকেশন ফেল’হয় এরপরেই আপনি কল ভেরিফিকেশন বাটন দেখতে পাবেন। এর উপর ক্লিক করুন।

৫ . এবার TextNow অ্যাপ খুলে কল রিসিভ করুন। হোয়াটসঅ্যাপ সাথে সাথেই আপনার ফোনে কোড পাঠিয়ে দেবে। এটাকে লিখে রাখুন।

৬ . এরপর আবার হোয়াটসঅ্যাপে এসে কোডটি এন্টার করুন। এরপর ‘নেক্সট’ বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট বানিয়ে ফেলুন।

TextNow আপনার ফোনে সাপোর্ট না করলে textPlus অ্যাপ ও ব্যবহার করতে পারেন।

ভারতে আসছে হোয়াটসঅ্যাপ পেমেন্ট 


নবীনতর পূর্বতন