হ্যাকিং অপারেটিং সিস্টেম ! কালি লিনাক্স বাসিক রেভিউ

কালি কি ?


কালি লিনাক্স হচ্ছে  Debian এর উপর নির্মিত হ্যাকিং টুলস সমৃদ্ধ একটি Linux Distribution !! কালি লিনাক্স হচ্ছে Backtrack Linux  এর নতুন ভার্সন ! অনেকেই বলেন দুইটা সম্পূর্ণ আলাদা ! আসলে Backtrack Linux কে আরো বেশি টুলস এবং কাজের সুবিধার্থে আরো বেশি সাদামাটা করে কালি লিনাক্স তৈরি করা হয়েছে !! হ্যাকারদের জন্য কালি লিনাক্স হচ্ছে বর্তমানে নাম্বার 1 Operating System  !
Offensive Security প্রথমে Backtrack 2, Backtrack 3, Backtrack 4, Backtrack 5, এবং সর্বশেষ  কালি লিনাক্স নামের এই Linux Distribution বের করে ! বর্তমানে কালি লিনাক্স 2.0 যার নাম Kali Sana আগামি কয়েক মাসের মধ্যেই রিলিজ হতে যাচ্ছে !
Kali Linux Official Website 

কি কি করা যায় এটা দিয়ে ?
কালি লিনাক্স  Top 10 Hacking Tools ছাড়াও এতে প্রায় 600 Hacking Tools আছে !
হ্যাকিং এর পূর্ব শর্ত অনুযায়ী Information Gathering  এর জন্য কালি লিনাক্স এ অনেক টুলস 
কালি লিনাক্স এ Windows Hacking, Website Hacking,WiFi Hacking, Android Hacking, Bluetooth Hacking, অনেক ধরনের Hardware, Router আরো অনেক কিছু হ্যাক করার জন্য অনেক টুলস এবং স্ক্রিপ্ট আছে !!





أحدث أقدم