ভিস্যুয়াল বেসিক হল একটি শক্তিশালি উইন্ডোজ নির্ভর হাহ লেভেল ইভেন্ট ড্রিভেন প্রোগ্রামং ল্যাঙ্গুয়েজ। এটি ১৯৬০ খ্রিস্টাব্দে Basic (Beginners All purpose Symbolic Instructions Code ) ভাষার [জন কেমেনি এবং থমাস কার্টজ ] উন্নত সংস্করন ভিস্যুয়াল বেসিক ছোটো ছোটো ইংরেজি
সব্দ ব্যবহার করে প্রোগ্রামারগন সহজেই প্রোগ্রাম করতেন করেন
এই ভাষা কে Event Driven Programming Language ও বলা হয়। কারন এতে প্রোগ্রাম লেখার সময় নির্দেশগুলি বিভিন্ন অবজেক্টের (বটন ,লেবেল, টেক্টট, বক্স ইত্যাদি )ওপরে ভিত্তি কবে লেখা হয় । অর্থাৎ ভিস্যুয়াল বেসিকে মাউস ও কিবোর্ডের যৌথ ব্যাবহারের দ্বারা কম্যান্ড প্রয়োগ করে টুল, কমান্ড, বাটন, লেবেল, ছবি ও আইকনগুলির মধ্যে সম্পর্ক করে ভিস্যুয়াল ওফেক্ট ব্যাবহার করে লেখা হয়।

ভিস্যুয়াল বেসিক ব্যবহারের সুবিধা
১-GUI (Graphical User Interface পরিবেশ সহজে প্রোগ্রাম লেখা যায়।
২-সহজ সরল ইংরেজি শব্দ বা ফ্লেজ ব্যাবহার কবে  এতে প্রোগ্রাম লেখা যায় বলে বোঝা ও ব্যাবহার করা বেশ সুবিধাজনক ।
৩-উইন্ডোজ অ্যাপ্লিকেশনগুলিকে পরিবর্তন ও পরীক্ষা test করা যায়
৪-VB টুলের সাহায়্যে Help ফাইলগুলি তৈরি করা যায়।
৫- ActiveX কন্ট্রোল তৈরি ও পরিচালনা করা যায়।
৬- IDE(Integrated Development Enviroment ) ব্যাবহার করে প্রোগ্রাম তৈরি  সংশোধন পরিবর্তন কম্পাইলেশন এক্সিকিউশন প্রভূতি কাজগুলি খুব সহজে করা যায়।
৭- ডিবাগিং টুলের সাহায্যে প্রোগ্রামের এুটিগুলিকে সহজে সংশোধন করা যায়
৮- ডেটাবেস ফাইল নিয়ে কাজ করা যায়
৯- বিভিন্ন অ্যাপ্লিকেশনের ইন্টারফেস তৈরি করা
১০- গ্রাফিক্স ও মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন তৈরি করা যায়
নবীনতর পূর্বতন