নেটওয়াকিং এর কিছু মৌলিক ধারনা

নেটওয়াকিং -যকন দুই বা ততোদিক কম্পিউটার বিভিন্ন ডিভাইসের মাধ্যমে সংযুক্ত করা হয় ফলে এদের মধ্যে বিভিন্ন রিসোর্স (তথ্য, হার্ডওয়ার যেমন - প্রিন্টার স্ক্যানার ইত্যাদি ) শেয়ার করা যায় আমনকি ইন্টারনেট একসেস , তখন একে নেটওয়াকিং বলে

নেটওয়ার্কের প্রকারভেদ
নেটওয়ার্কে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়
LAN
MAN
WAN

Local Area Network (LAN )

 একই বিল্ডিং এর মাঝে বিভিন্ন কম্পিউটার নিয়ে গঠিত নেটওয়ারকের লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে । এই নেটওয়ার্ক এর ডাটা ট্রান্সফার গতি ১০Mbps । এই নেটওয়ার্ক এ ব্যাবহিত ডিভাইসগুলো হল ,রিপিটার, হাব, নেটওয়ার্ক ইন্টারফেস ইত্যাদি।


Metropolitan Area Network (MAN)

একই শহরের মধ্যে কয়েকটি ল্যানের সমন্বয়ে গঠিত ইন্টারফেসকে বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়াক । এ ধরনের নেটওয়ার্ক ৫০-৭৫ মেইল পযর্ন্ত বিস্তূত হতে পারে । এই নেটওয়ার্কের ডাটা ট্রান্সফার স্পীড গিগাবিট পার সেকেন্ড । এ ধরনের নেটওয়ার্ক এ ব্যাবহিত ডিভাইস গুলো হলো রাউটার সুইজ মাইক্রোওভেন এন্টেনা হত্যাদি।



Wide Area Network (WAN)

দুরবতী ল্যানসমূকে নিয়ে গড়ে উঠা নেটওয়ার্ককে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলে । এ ধরনের নেটওয়ার্ক এর ডাটা ট্রান্সফার স্পীড ৫৬ Kbps থেকে ১.৫৪৪ Mbps। ওয়্যারনের গতি ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে । এই ধরনের নেটওয়ার্কে ব্যাবহিত ডিভাইসগুলো হলো রাউটার, মডেম ,ওয়্যান সুইজ ইত্যাদি

টপোলজি

একটি নেটওয়ার্কে কম্পিউটারগুলো কিভাবে সংযুক্ত আছে টার ক্যাটালগকেই টপোলজি বলে । নেটওয়াক ডিজাইনের ক্ষেত্রে টপোলজি বিশেষ ভূমিকা রাখে । টপোলজি বিভিন্ন ধরনের হতে পারে যেমন-বাস টপোলজি,স্টার টপোলজি,রিং টপোলজি, মেশ টপোলজি,টপোলজি ইত্যাদি । নিচে বিভিন্ন টপোলজিগুলো দেওয়া হলো


নবীনতর পূর্বতন