বিবাহ রেজিস্ট্রেশানের কিভাবে অনলাইনে করবেন ?


নমস্কার বন্ধুরা আমি পলাশ অপনাদের সকল স্বাগত জানাই। আজ অপনাদের জানাতে চলেছি কিভাবে বিবাহ রেজিস্ট্রেশানের কিভাবে অনলাইনে করবেন ?

১ প্রথমে এই ওয়েব সাইট টি ওপেন করতে হবে Government of West Bengal Low Depertment Registerar Genaral of Marriages সাইট লিঙ্ক 

২ হোম পেজে আসার পর রাইট দিকে Register you Marriage অপশন টি পাবেন ওখানে ক্লিক


৩ তারপর Get your Marriage Registered /এখনে Click Here to Apply Online ক্লিক করতে হবে


৪ এখনে একটি পপ আপ অপশন আসবে Proceed ক্লিক


5 Application For Registration /Select Relevent Act /The hindu marrage Act 19955 দেওয়ার পর নিচে Details of Groom এখনে ছেলের যা যা ডকুমেন্ট আছে সব ফিলাপ করতে হবে



6 নেক্সট ট্যাব এ Details of Bride এখানে মেয়ের যা যা ডকুমেন্ট আছে সব তথ্য দিয়ে ফিলাপ করতে হবে

7 Details of Social Marriage যেখানে বিয়ে হয়েছে তার বিবরণ দিতে হবে আর বিয়ের দিন , আর এখনে বিয়ের কার্ড উপলোড করতে হবে


8 এখনে ছেলের বাড়ি বিয়ে হয়েছে না মেয়ের বাড়ি বিয়ে হয়েছে তার বিবরন দিতে হবে

কি কি ডকুমেন্ট লাগে ?

১ ছেলের ও মেয়ের ফটো
২ ছেলের ও মেয়ের LTI সাইন
৩ ছেলের ও মেয়ের এড্রেস ডকুমেন্ট
৪ ছেলের ও মেয়ের Date of Brith ডকুমেন্ট
৫ আর বিয়ের কার্ড
৫ আর একটি Marrage Officer Only


আহলে জানতে পারলেন খুব সহজে ঘরে বসে কিভাবে বিবাহ রেজিস্ট্রেশানের কিভাবে অনলাইনে করবেন
।আবেদন করার আগে ডকুমেন্টর ফাইল গুলি স্ক্যান করে নেবেন যাতে আবেদনের সময় কোনো আসুবিধা না হয়



أحدث أقدم