প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র খুলে শুরু করুন নিজের ব্যাবসা পাবেন সরকারি লাভ
Pradhan Mantri jan Aushadhi Kendra Business West bengal

 

প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র খোলার আবেদন অনলাইনে এবং আফলাইনে দুটোতেই করা যাবে সম্পূর্ন ভারতে এবং পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র খোলা আছে কিন্তু ২০২০ পর্জন্ত আরো বেসি নতুন প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র খোলা হবে । তাই এখন এই ব্যাবসা শুরু করার সঠিক সময় ।

প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র কি ঃ

প্রধানমন্দ্রী জন ঔষধি কেন্দ্র মোদী সরকার দ্বারা সঞ্চালিত প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনার মাধ্যমে সন্তায় ঔষধিপত্র এবং চিকিৎসার যাবতীয় জিনিসপত্র বিক্রয় করা । এই যোজনায় অন্তর্গত প্রায় ৮০০ র বেশি প্রমানিত ঔষধিপত্র এবং ১৫৪ র বেশি চিকিৎস গত জিনিসপত্র রয়েছে যা প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রর মাধ্যমে বিক্রয় করে ভালো লাভ করা যাবে।




কারা কারা করেতে পারবে এই ব্যাবসাঃ

যে কোন সাধারন ব্যাক্তি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র খুলতে পারে,এছাড়া বেকার ফার্মাসিস্ট,চিকিৎসক ,রেজিস্টার প্র্যকটিশনার ,বেসরকারি হাসপাতাল,সোসাইটি শেল্ফ হেল্প  বিভাগ এই প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র খুলতে পারে  কি কি প্রোডাক্ট আছে দেখে নিন

কি কি প্রয়োজন এই ব্যাবসার শুরু করার জন্যঃ

এই ব্যাবসার শুরু করার জন্য প্রায় ১২০ বর্গফুট জায়গার দোকান থাকতে হবে । দোকানের কাগজপত্র থাকতে হবে । আর যদি এসসি এসটি হন তাহলে তার সাটিফিকেট থাকতে হবে । এছাড়া এই ব্যাবসা শুরু করার সমস্ত তথ্য নিচে ফাইলে পেয়ে যাবেন



কোথায় আবেদন করতে হবে

প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র খোলার জন্য আবেদন এবং অফলাইন দুই ভাবে করা যাবে । নিচের দেওয়া লিংকে গিয়ে আপনার এই কাজ করতে পারেন
http://janaushadhi.gov.in/online_registration.aspx
প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র খোলার আবেদন ফর্ম ডাউনলোড করুন
http://janaushadhi.gov.in/Data/PMBJKs%20new%20form.pdf

যদি অফলাইন ফর্ম ভরেন তাহলে ফর্মটি ভরার পর নিচের ঠিকানায় পাঠাতে হবে।
The General Manager (Marketing&Sales),
Bureau of pharma public Sector Undertakings of india (BPPI)
8th Floor Videocon Tower Block E1 Jhandewalan Extension New Delhi- 110055 Tel-49431800
প্রধানমন্ত্র ঔষধি কেন্দ্র সম্পর্কে বিশদে জানতে হলে এখানে দেখুন
http://janaushadhi.gov.in/index.aspx

নবীনতর পূর্বতন