নতুন ট্রাফিক নিয়মে ২৫০০০ টাকা পর্জন্ত জরিমানা ও জেল,জেনে নিন সমস্ত নিয়ম - Modi Government New Motor Vehicles Art West Bengal


ট্রাফিক নিয়ম এবার থেকে আরো কারা হয়ে গেছে । মোদী সরকার পুরাতন ট্রাফিক নিয়ম পরিবর্তন করেছেন। এবার ২৫০০০ টাকা পর্জন্ত হতে পরে জরিমানা ও জেল । ট্রাফিক নিয়ম না মানলেই হতে হবে জরিমানার মুখোমুখি ১৯৮৮ সালে পুরাতন মোটর যানবাহন আইনে অনেক পরিবর্তন আর নতুন নিয়ম ।আগে থেকে দেখে নিন কি কি নতুন নিয়ম হয়েছে।

ট্রাফিক আইনে নির্দিষ্ট করে দেওয়া গতির থেকে বেশি জোরে গাড়ি চালালে এবার থেকে ১০ গুণ বেশি জরিমানা দিতে হবে। ১ অগস্ট থেকে চালু হয়ে গিয়েছে ট্রাফিক আইনের নতুন নিয়ম। মোটর ভেহিক্যাল অ্যাক্টের বিভিন্ন ধারাকে এক করে জরিমানা আদায় করতে পারবে ট্রাফিক পুলিশ।

• খুব জোরে গাড়ি চালিয়ে প্রথমবার ধরা পড়লে ৬০০ টাকা জরিমানা, দ্বিতীয়বার একই অপরাধ করলে জরিমানার পরিমাণ বেড়ে হবে ৮০০ টাকা। তার পরের বার থেকে ১০০০ টাকা জরিমানা দিতে হবে।

• একই সঙ্গে নির্দিষ্ট গতি ভাঙার জন্য ৩০০ টাকা থেকে ৫০০ টাকা জরিমানা হবে সেই ব্যক্তির।


• বিপজ্জনক ভাবে গাড়ি চালানোর জন্য প্রথমবার ৪০০ টাকা জরিমানা হলেও, পরে একই অপরাধ করলে ৮০০ টাকা থেকে ১,৬০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

• নো-এন্ট্রিতে গাড়ি নিয়ে ঢুকে ধরা পড়লেই ২০০০ টাকা জরিমানা, এর পরের বার একই অপরাধ করলে সেই জরিমানার পরিমাণ বেড়ে হবে ৩০০০ টাকা ও ৫০০০ টাকা।

• ড্রাইভিং লাইসেন্স না থাকলে ৪৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা হবে।

• গাড়ির কাঁচের জানালায় কালো ফিল্ম লাগালেও তার মধ্যে দিয়ে ৫০ শতাংশ আলো প্রবেশ করতে হবে। তা না হলে ৩০০০ টাকা থেকে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।

• গাড়িতে ওয়াইপার, হর্ণ, সিট বেল্ট, পিছনের আয়না না থাকলে, সিট বেল্ট বা হেলমেট না পড়লে ১০০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।

• বায়ু দূষণ ও শব্দ দূষণ করলে ৭৫০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত জরিমানা হবে।

• মদ খেয়ে গাড়ি চালালে ২০০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত জরিমানা করবে ট্রাফিক পুলিশ।

• ট্রাফিক চিহ্ন না মানলে ১০০ টাকা থেকে ৩০০ টাকা জরিমানা দিতে হবে। পথ আটকে গাড়ি দাঁড় করালে, তার জন্যই এক হারে জরিমানা হবে।

• রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকলে ৩০০০ টাকা থেকে ৬০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

• ত্রুটিপূর্ণ টায়ার নিয়ে গাড়ি চালিয়ে ধরা পড়লে ২৫০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

মুথ্যমন্ত্রীর ‘সেফ ড্রাইভ-সেভ লাইফ’ প্রকল্পকে গুরুত্ব দিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী।



নবীনতর পূর্বতন