ভারত থেকে বিদায় নিয়েছে পাবজি। জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষার কথা ভেবে পাবজি বিদায় একদিকে ভালো হলেও দেশের লক্ষ লক্ষ গেমারদের মাথায় হাত পড়ে গিয়েছিল। ভার্চুয়াল যুদ্ধে মশগুলরা অপেক্ষা করছিলেন নতুন গেমের জন্য। এবার তাদের সেই অপেক্ষার অবসান হতে চলেছে।


বিশাল গোন্ডালের সংস্থা এনকোর কোম্পানি আগেই ঘোষণা করে দিয়েছিলেন তাঁরা একটি অ্যাকশান গেম আনতে চলেছেন বাজারে। যার নাম হবে ফৌজি। এবার গুগল প্লে স্টোরেও দেখা মিলল সেই গেমের।


 যদিও এখনই গেমটি ডাউনলোড করে খেলা যাচ্ছে না। তবে ফৌজি বা ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড গার্ডস গেমটিতে অংশগ্রহণ করার জন্য প্রি রেজিস্টার করা যাবে।

 


সেক্ষেত্রে গেমের নিয়মকানুনগুলি আগেভাগেই জেনে যাওয়া যাবে। তাছাড়া গেমটি চালু হলেই নোটিফিকেশানও মিলবে। তাহলে আর দেরি কেন,ভারতের উত্তরসীমায় দেশরক্ষার লড়াইয়ে আপনিও শামিল হোন, সত্যি না হোক, গেমেই।

নবীনতর পূর্বতন