আপনারা হয়তো অনেকেই Truecaller অ্যাপটির সাথে পরিচিত। আর যারা জানেন না Truecaller অ্যাপটি কি। তাদের জন্য বলছি, "Truecaller  এমন একটি অ্যাপ যার মাধ্যমে আপনার কাছে যদি কোন অপরিচিত ব্যক্তির কল আসে, তাহলে  এই অ্যাপটি আপনার ফোনের স্ক্রিনে ওই ব্যক্তির নাম  দেখাবে। " এখন আপনাদের কাছে হয়তো অবাক লাগছে যে এটা ভেবে, যেই ব্যক্তির নাম্বার কিনা আপনার ফোনে সেভ নেই। সেই ব্যক্তির নাম আপনার ফোনে কিভাবে দেখাচ্ছে। এখন অনেকেই হয়তো এটাকে জাদু ভাববেন। কিন্তু এটার পিছনে একটি সিম্পল টেকনিক ব্যবহার করা হয়েছে। আর তাহলো Crowd Sourcing। এখন অনেকই হয়তো বলবেন এই  Crowd Sourcing আবার কি? Crowd Sourcing-এর অর্থ হল আপনার মাধ্যমে আপনাকে সাহায্য করা। অর্থাৎ আপনার থেকে তথ্য সংগ্রহ করে তা দিয়ে আপনাকেই সাহায্য করা।


এখন আপনি যদি Truecaller -এর ডাটাবেসের দিকে তাকান তাহলে বুজতে পারবেন আসল বিষয়টি। আপনার মতো আরও কত মিলিয়ন মানুষ আছে যারা Truecaller ব্যবহার করে থাকেন। এখন এত মিলিয়ন মানুষের contect list তাদের কাছে। তাহলে বুজেন তাদের ডাটাবেসে কত মানুষের তথ্য আছে। আর এভাবেই আপনার কাছে যখনই কোন ফোন আসে। তখন Truecaller তাদের সার্ভার থাকা contect list থেকে আপনার কাছে আশা ফোন নাম্বারটিকে ম্যাচ করে দেখে এবং তাদের সার্ভারে থাকা তথ্য গুলো আপনার সামনে তুলে ধরে। কিন্তু  এই তথ্য যে সবসময় সঠিক হবে এমন নয়। তার কারণ, মনে করুন আপনার নাম্বার ১০ জন লোকের কাছে সেভ আছে। এখন তারা সবাইতো আর আপনার সঠিক নাম দিয়ে নাম্বারটি সেভ করবে না। এক এক জন এক এক ভাবে সেভ করবে।
নবীনতর পূর্বতন