খুব সহজে ঘরে বসে ড্রাইভিং লাইসেন্স বানিয়ে নিতে পারবেন মাত্র ৪৮ দিনে
লাইসেন্স বানানোর জন্য আপনাদের কে বশি ছুটাছুটি করতে হবে না । এখন অনলাইনে আবেদন করবেন ? তাহলে সমস্ত কিছু দেখেনিন কিভাবে অনলাইন আবেদন করবেন
কি দরকার ড্রাইবিং লাইসেন্সের ?
বিনা লাইসেন্স এ গারি চালানো আইনত অপরাধ আর বিনা লাইসেন্স যদি গারি চালান তাহলে আপনার জেল ও হতে পারে । তাই আপনাদের সুবিধার জন্য এখন পরিষেবা অনলাইন করে দেওয়া হয়েছে ।মানে এখন খুব সহজেই নিজের ঘরে বসে লাইসেন্স বানিয়ে ফেলতে পারবেন আর তও জন্য কোনো দালাল কে টাকাও দিতে হবেনা।শুধু ততটাই টাকা দিতে হবে যত টাকা লাইসেন্স বানাতে লাগে অন্য কোনো টাকা দেবার দরকার হবেনা
অনলাইন বানিয়ে ফেলুন ড্রাইবিং লাইসেন্স ঃ
এখন পজন্ত ড্রাইবিং লাই সেন্স বানাতে হলে আপনাকে বার বার RTO অফিস যেতে হতো বা কোনো দালাল কে ধরে ড্রাইবিং লাইসেন্স বানাতেন আর জন্য অনেক টাকা খরচ ক্রতেন । কিন্তু এখন তো বেশি টাকা দিয়ে । অনলাইন আবেদন করা সহজ এবং সুরক্ষিতকত টাকা লাগবে ড্রাইবিং লাইসেন্স বানাতে ?
ড্রাইবিং লাইসেন্স দুই ধরনের হয় ১ লানিং ড্রাইবিং লাইসেন্স ২ পার্মানেন্ট ড্রাইবিং লাইসেন্স। যদি আপনি এখনো প্রর্জন্ত ড্রাইবিং লাইসেন্স না বানান বা আবেদন না করেন তাইলে আপনাকে প্রথমে ১ লানিং ড্রাইবিং লাইসেন্স বানাতে হবে আর এর জন্য লাগবে ২০০/ টাকা। লানিং ড্রাইবিং লাইসেন্স এর বৈখতা ৬ মাসের খাকে আপনাকে ৬ মাসের ভেতরে পার্মানেন্ট ড্রাইবিং লাইসেন্স বানিয়ে ফেলতে হবেকিভাবে আনলাইন আবেদন করবেন ড্রাইবিং লাইসেন্স এর জন্য ?
লার্নিং ড্রাইবিং লাইসেন্স বানানোর আপনাকে সরাকারি পরিবহন মন্ত্রালয়ের ওয়েবসাইটে যেতে হবে http://parivahan.gov.in এই ওয়েবসাইটে আসার পর আপনাকে আপনার রাজ্য সিলেক্ট করতে হবে । রাজ্য সিলেক্ট করার পর লানিং এ ক্লিক করতে হবে ক্লিক করলেই একটি ফর্ম চলে আসবে এই ফর্মটি ভালো করে ফিলআপ করতে হবে । ফর্মটি সাবমিট করার পর একটি নাম্বার পাবেন এই নাম্বারটি সেভ করে রাখবেন।কি কি ডকুমেন্ট / প্রমানপত্র জমা দিতে হবে ?
এখানে আপনাকে আপনার বয়সের প্রমাণপত্র,ঠিকানার প্রমানপত্র,আইডি কার্ড এর স্ক্যান কপি আপলোড করতে হবে । এই ফাইল গুলি আগে থেকে স্ক্যান করে রেখে নেবেন । এছাড়া আপনাকে আপনার ফটো আর ডিজিটাল সিগ্নচার আপলোড করতে হবে । আর ড্রাইবিং টেস্ট দেবার জন্য আপনাকে স্লট বুকিং করতে হবে আর স্লট বুকিং করার সময় আপনাকে ফিস দিতে হবে । ফিস দেবার পর আপনার রেজিস্টার মোবাইল একটি মেসেজ আসবে এই মেসেজটি সেভ করে রাখবেন
ড্রাইবিং লাইসেন্সের জন্য টেস্ট কিভাবে দেবেন?
আপনার রেজিস্টার মোবাইলে আসা মেসেজে আপনাকে ড্রাইবিং এর টেস্টের স্লট ও তারিখ দেওয়া হবে এই সময়ে RTO আফিস গিয়ে আপনাকে ড্রাইবিং টেস্ট দিতে হবে যা অনলাইন নেওয়া হবে । এই টেস্ট সড়ক কিন্ত জাতায়াত সস্মন্ধে সামান্য জ্ঞান আগে থেকেই নিয়ে নেবেন । আপনাকে জাতায়াত সস্মন্ধে কয়েকটি প্রশ্ন করা হবে যা উত্তর আপনাকে দিতে হবে এই ধরনের প্রশ্ন উত্তরের জন্য আপনি গুগল এ খোঁজ করতে পারেন২৪ ঘন্টায় পেয়ে যাবেন ড্রাইবিং লাইসেন্স
আপনার ড্রাইবিং টেস্ট পাস হবে যাবার ৪৮ ঘন্টার মধ্যে আপনি লানিং অনলাইনে পেয়ে যাবেন এই লানিং ড্রাইবিং লাইসেন্স ৬ মাসের জন্য বৈধ । ১ মাস পরে পার্মানেন্ট লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন আর দ্বিতীয়বার RTO আফিসে গিয়ে ড্রাইবিং টেস্ট দিয়ে পাস করলেই পার্মানেন্ট লাইসেন্স পেয়ে যাবেনআহলে জানতে পারলেন খুব সহজে ঘরে বসে ড্রাইবিং লাইসেন্স বানিয়ে নিতে পারবেন।আবেদন করার আগে ডকুমেন্টর ফাইল গুলি স্ক্যান করে নেবেন যাতে আবেদনের সময় কোনো আসুবিধা না হয়