উইন্ডোজ ৭ ব্যবহার করেন ? আপনার জন্য আছে খারাপ খবর


আমদের প্রায় সবার কম্পিউটারের অপারেটিং সিস্টেম হলো উইন্ডোজ। এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কোম্পানি মাইক্রোসফট ঘোষণা করেছে তারা OS ভার্সনের জন্য উইন্ডোজ ৭ এর সার্পোট বন্ধ করতে চলেছে ।

 দীঘ ১০ বছর পরিষেবা দেওয়ার পর ২০২০ সালের ১৪ জানুয়ারি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭ এর সমস্ত ধরনের উপডেট ও সাপোট
কোম্পানি শুক্রবার একটি পোস্টে উল্লেখ করেছে য়ে তাঁরা কয়েকমাসের মধ্য সমস্ত উইন্ডোজ ৭ ব্যহারকারীকে এই বিষয়ে একটি মেসেজ পাবেন এবং শেষ

আপডেটের বিষয়ে অবগত করবে । যদি ব্যাবহারকারীদের কম্পিউটারে অটোমেটিক আপডেট এনাবল করা থাকে তবে নতুন আপডেট একা একাই ডাউনলোড হয়ে যাবে

আপনাদের জানিয়ে রাকি মাইক্রোসফট নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ খুব শীঘ্রই ১ বিলিয়ন ডিভাইসে ইন্সটল হয়ে যাবে । আখন প্রায় ৮০০ মিলিয়ন ডিভাইসে এটি ইন্সটল আছে । কোম্পানি এই অপারেটিং সিস্টেমের ব্যাবহার দ্রুত ছড়িয়ে দিতে উইন্ডোজ ৭ কে বন্ধ করছে বলে জানা গেছে

أحدث أقدم