মস্কার বন্ধুরা আমি পলাশ অপনাদের সকল স্বাগত জানাই আজ আমি আপনাদের কে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ( আয়ুস্মান ভারত ) সম্পর্কে সমস্ত তখ্য সরল ভাষাতে জানিয়ে দেব । তাহলে এই পোস্ট টি প্রথম থেকে শেষ র্পযন্ত মনোযোগ দিয়ে নিন

প্রাধানমন্ত্রী জন আরোগ্য যোজনা কি ? কি জন্য শুরু হয়েছে?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বারা এই বছর সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী জন আজগ্য যোজনা যার নাম আয়ুস্মান ভারত নাম দেওয়া হয়েছে ,এই যোজনাটি সাধারন মানুষের জন্য চালু কারা হয়েছে। এই যোজনা কে বিশ্বের সবথেকে বড় যোজনা বলে মনে করা হছে । প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সমস্ত ভারতবর্ষের সাধারন মানুষের বিনামূল্যে চিকিৎসা কারা উদ্দেশ্য তৈরি করা হয়েছে । এই যোজনার প্রধান উদ্দেশ্য হল যেই সমস্ত মানুষেরা টাকার অভাবে নিজেদের চিকিৎসা করাতে পারছেন না তাদের বিনামূল্যে উচিত চিকিৎসা প্রদান করা ।


কারা এবং কি কি লাভ হবে এই যোজনা তে?

প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (আয়ুস্মান ভারত)এর অন্তর্গত প্রায় ৫০ কোটি মানুষেরা লাভ পাবেন যার মধ্যে গ্রামীন ও শহরের দুই জায়গার মানুষেরা লাভ পাবেন । প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (আয়ুস্মান ভারত )তে যেই মানুষেরা লাভ গ্রহন করবেন তারা প্রায় ৫ লাখ টাকা/প্রতি বছর বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন । এই যোজনার সমস্ত চিকিৎসা পুরপুরি ক্যাশলেস হবে ।এই যোজনার শুরুতে ১০ হাজারের অপরে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা করা হবে যেখানে এই যোজনার জন্য ২.৫ লক্ষের ওপরে বেড দেওয়া হবে

আপনার নাম আছে কি না কিভাবে দেখবেন?

প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা , ন্যাশনাল হেলথ এজেন্সি দ্বারা সংজালিত করা হচ্ছে আর জনগনের সাহায্যের জন্য ন্যাশনাল হেলথ এজেন্সি এই যোজনার ওয়েবসাইট ও হেল্পলাইন নাম্বার শুরু করেছে এই ওয়েবসাইট বা হেল্পলাইনের সাহায্যে সাধারন মানুষ নিজের নার আছে কি না জানতে পারবেন । আপনি আপনার নাম ওই ওয়েবসাইটে গিয়ে দেখাতে পারবেন mera.pmjay.gov.in অথবা ১৪৫৫ বা ১৮০০১১১৫৬৫ নুম্বারে ফোন দিয়ে জানাতে পারবেন।



কারা পাবেন এই যোজনার লাভ ?

এই যোজনার উদ্দেশ্য যে সব মানুষের আর্থিক অবস্থা ভালো নয় তাদের ফ্রী তে চিকিৎসা দেওয়া তাও প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্জন্ত । বর্তমান যোজনা আনুসারে ২০১১ সামাজিক আথিক গণনা অনুসারে যেই সমস্ত পরিবারের দরিদ্র লিস্টে নাম আছে তাদের এই যোজনার লাভ দেওয়া হবে। এই যোজনাতে পরিবারের আকারে ও ব্যাক্তির বয়সের কোন বাধ্যতা নেই। মানে দরিদ্র লিস্টে যাদের নাম আছে তারা অবশ্যিই এই যোজনার লাভ পাবে আর তাদের বয়স ও পরিবারের সদস্যের কোন সিমাবধ্য নেই প্রধান কাজ দরিদ্রদর বিনামূল্যে চিকিৎসা দেওয়া এবং হেলথ প্রগ্রামে তাদের যুক্ত করা হছে

আশা করছি আপনার প্রধানমন্ত্রী জন আরগ্যে যোজনা (আয়ুস্মান ভারত )সম্পর্কে যানতে পারলেন ।আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই পোস্ট সকলের সাথে সেয়ার ক্রুন যাতে যে সমস্ত দরিদ্র মানুষের রয়েছেন তারা এই যোজনা সম্পর্কে জানতে পারে এবং লাভ নিতে পারে।


أحدث أقدم