নমস্কার বন্ধুরা আমি পলাশ অপনাদের সকল স্বাগত জানাই। আজ অপনাদের জানাতে চলেছি কিভাবে অপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জমির বাজার মূল্য বের করবেন।

প্রথম কাজ : পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য এই ওয়েব সাইট ওপেন করতে হবে SIET LINK । এই সাইটে আসার পর সামনে সমস্ত জেলা গুলি দেখতে পাবেন আপনার যেই জেলা সেটিতে ক্লিক করুন

দ্বিতীয় কাজ :- এইবার আপনাদের জেলার যেই এসেম্বলি রয়েছে সেটিতে ক্লিক করুন নীচে ছবিতে দেখতে পাচ্ছেন।


তৃতীয় কাজ:-এই বার ভালো করে দেখেনিন এবং আপনার যেই নির্বাচন জাইগা মানে যেখানে আপনার ভোট দিতে যান সেই জাইগার " ড্রাফট লিস্ট " এ ক্লিক করুন


চতুর্থ কাজ:-আপনার সামনে একটি কোড দেখা যাবে সেটি জায়গার লিখে "ভেরিফাই " বটনে ক্লিক করুন।


পঞ্চম কাজ:-আপনার ভোটার লিস্ট ডাউনলোড হয়ে যাবে "PDF" ফাইলে




ভোটার লিস্ট এই ভাবে দেখতে পাবেন ফাইলটি ডাউনলোড করার পর ( নীচে দেখুন)



তাহলে বন্ধুরা আশা করছি আপনারা জানতে পারলেন কিভাবে আপনারা খুব সহজ ভাবে ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন । আরও কিছু জানতে আমাদের এই ওয়েবসাইট টির সাথে থাকুন

যদি আপনাদের আমার এই তথ্য ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ। আমাদের এই ওয়েবসাইট আপনাদের জন্য সর্বদা নতুন নতুন তথ্য নিয়ে আসে তাও বাংলা ভাষাতে এবং খুব সরল কথয় আপনাদের বোঝানোর চেষ্টা করে থকি। যদি আপনাদের আমাদের এই কাজ ভালো লেগে থাকে তাহলে সকলে শেয়ার করবেন ।

أحدث أقدم